৩ জনের মৃত্যু,খুলনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায়

খুলনায় মাহিন্দ্রা ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সকালে ব্যস্ত সড়কে, যেখানে দ্রুতগামী লরির ধাক্কায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।


খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী মাহিন্দ্রা ও মেঘনা পেট্রোলিয়ামের একটি তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার (১৭ মে) সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের রফিকুল ইসলাম গাজী (৫৫), ২ নম্বর কয়রা গ্রামের মহিনুর ইসলাম (৩৫) এবং কুশোডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুর রশিদ (৫০)। মহিনুর ইসলাম ও আব্দুর রশিদ স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

[আরোও পড়ুনঃবিসিবিতে ফের হানা দিলো ] >> [ইউটিউবে খবর দেখুন]

আহত চারজন হলেন—মইনুল ইসলাম গাজী, ইউনুস, মনিরুজ্জামান এবং আব্দুস সাত্তার। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খর্ণিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মন্ডল নিহতদের পরিচয় নিশ্চিত করে জানান, কয়রা উপজেলা থেকে কয়েকজন শিক্ষক খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে মাহিন্দ্রা যোগে রওনা হয়েছিলেন। তারা পাঁচ দফা দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন।

[আরোও পড়ুনঃ৯ জন নিহত ] >> [ইউটিউবে খবর দেখুন]

দুর্ঘটনার সময় তাদের বহনকারী মাহিন্দ্রা গোলনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর লরিটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।


রাজধানীতে এমআরএ ভবনের শুভ উদ্বোধন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার উপস্থিতিতে উদ্বোধন করা হলো মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন। আধুনিক সুবিধা সম্পন্ন এই ভবনটি মাইক্রোক্রেডিট খাতে কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা।


এমআরএ ভবনের উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস, ফলকে নাম নেই

ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন অফিস ভবনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় এ ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

[আরোও পড়ুনঃবিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণ] >> [ইউটিউবে খবর দেখুন]

অবশ্য উদ্বোধন করলেও স্মারক ফলকে ড. ইউনূসের নাম উল্লেখ করা হয়নি, যা ভিন্নধর্মী একটি দৃষ্টান্ত হিসেবে দেখা যাচ্ছে। এর আগে, চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নির্মাণাধীন রেল–সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ফলকে তার নাম অনুপস্থিত ছিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এমআরএর নির্বাহী পরিচালক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদসহ বিভিন্ন কর্মকর্তা।

[আরোও পড়ুনঃতৃতীয় পক্ষের স্বার্থ সন্দেহ করছে রাশিয়া] >> [ইউটিউবে খবর দেখুন]

ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি এবং এটি জুনের মধ্যেই শেষ করার লক্ষ্যে পরিকল্পনা করা হয়। ভবনটি ১৬ তলার কাঠামোর ওপর নির্মিত। এতে রয়েছে বাউন্ডারি ওয়াল, নিরাপত্তা ফটক, গার্ড রুম, বৃষ্টির পানি সংগ্রহ ব্যবস্থা (রেইন ওয়াটার হার্ভেস্টিং), সেপটিক ট্যাংক, সাইনেজ, ম্যুরাল এবং গভীর নলকূপসহ (ডিপ টিউবওয়েল) নানা সুবিধা।


বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণ, নওগাঁয় কলেজছাত্র গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র মোরসালিন হোসেন (সানি) গ্রেফতার। মেয়েটির বাবা কর্মসূত্রে টাঙ্গাইলে থাকায় ধর্ষণকারী সুযোগ নেয়। জয়পুরহাট হাসপাতাল থেকে পুলিশের অভিনব কৌশলে গ্রেফতার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু।


বদলগাছীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মোরসালিন হোসেন(সানি) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। কলেজ ছাত্র মোরসালিন হোসেন (সানি) উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের দেলোয়ার হোসেন ফারুক এর ছেলে বলে জানা গেছে।

ধর্ষণ মামলায় নওগাঁর কলেজছাত্রের জেল হাজতে প্রেরণ

মেয়েটির বাবা জানায়, আমি কর্মক্ষেত্রে টাঙ্গাইলে থাকি। গত ১৪ মে (বুধবার) বিকালে আমার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তপাত সহ শারীরিক সমস্যা হচ্ছে। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে ডাক্তারের পরামর্শে জরুরী ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণ

মেয়ে জানায়, তাকে বিয়ের প্রলোভন দিয়ে কোলা বাজারের পাশে বসবাসরত ফারুক হোসেনের ছেলে মোরসালিন হোসেন (সানি) ধর্ষণ করেছে। গত বুধবার দুপুরে তাদের বাসায় কেউ না থাকার সুযোগে মোরসালিন গল্প করার জন্য স্কুল ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। মোরসালিন হোসেন (সানি) উচ্চ মাধ্যমিকে লেখা-পড়া করে।


মেয়ের শারীরিক অবস্থা খারাপ

মেয়ের বাবা আরো জানায়, বৃহস্পতিবার জয়পুরহাট হাসপাতালে কৌশলে মোরসালিনকে ডেকে নিয়ে আটকে রেখে থানায় খবর দিলে বদলগাছী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে জয়পুরহাট হাসপাতাল থেকে মোরসালিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

[ আরও পড়ুন: মালয়েশিয়ায় আবার কর্মসংস্থান পাচ্ছে ]

বদলগাছী থানা পুলিশ মামলা গ্রহণ

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ওই মেয়ে স্বীকারোক্তি দিয়েছে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। সে আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়ের বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা করেছে। বদলগাছী থানার মামলা নং ১১,ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন(২০০০)সংশোধনী (২০০৩)তারিখঃ ১৬/০৫/২৫ ইং সময়ঃ রাত্রি ১টায়। গ্রেফতারকৃত মোরসালিনকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


৬ লাখ টাকা আত্মসাৎ গরু দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ

কোরবানির গরু কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারক চক্র এক ভুক্তভোগীর কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঈদের আগে প্রতারণার এমন কৌশলে আতঙ্কে সাধারণ মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানুন এই প্রতারণা কাহিনি ও প্রতারকদের ধরার প্রচেষ্টা সম্পর্কে।


ঢাকা থেকে গরু কেনার আশ্বাস দিয়ে ডেকে এনে কৌশলে ৬ লাখ টাকা ও ৩টি অ্যান্ড্রয়েড ফোন আত্মসাৎ করেছে এক প্রতারক চক্র—এমন অভিযোগ উঠেছে গাইবান্ধার সাদুল্লাপুরে। এই ঘটনা ঘটেছে ১৩ মে (মঙ্গলবার) সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদাবক্স গ্রামে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ক্রেতা আসিফ খন্দকার সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

[আরোও পড়ুনঃকূটনৈতিক পদক্ষেপে পারমাণবিক উত্তেজনা] >> [ইউটিউবে খবর দেখুন]

ভুক্তভোগীদের মতে, প্রতারক চক্রটি কোরবানির ঈদ উপলক্ষে পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে ঢাকার তিন ক্রেতাকে—আসিফ খন্দকার, মেহেদী হাসান ও নাজমুল আলম—লোভনীয় দামে উন্নত মানের গরু সরবরাহের প্রলোভন দেখায়। মঙ্গলবার সকালে তারা সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ঘেঘার বাজারে এসে পৌঁছান। এরপর গরু দেখানোর অজুহাতে প্রতারকরা তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৬ লাখ টাকা ও ৩টি স্মার্টফোন চতুরভাবে হাতিয়ে নেয়।

টাকা ও ফোন আত্মসাৎ করার পর প্রতারকরা তাদের মারধর করে একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

[আরোও পড়ুনঃ এনসিপিদের উষ্ণ অভ্যর্থনা নিয়ে বিতর্ক] >> [ইউটিউবে খবর দেখুন]

ঘটনার বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, বিষয়টি নিয়ে থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে।


জবি শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, এনসিপিদের উষ্ণ অভ্যর্থনা নিয়ে বিতর্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এনসিপিদের সাদর সংবর্ধনার দিনে শিক্ষার্থীদের প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ, জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ছাত্রদের প্রশ্ন—একপক্ষকে ফুল, অন্যপক্ষকে লাঠি কেন? প্রশাসনের দ্বৈত আচরণ নিয়ে তীব্র সমালোচনা চলছে সামাজিক ও রাজনৈতিক মহলে। বিস্তারিত জানুন ঘটনাটির পটভূমি ও শিক্ষার্থীদের বক্তব্য এই প্রতিবেদনে।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেছেন, “আপনারা কাদের প্রতিনিধিত্ব করছেন, সেটা স্পষ্ট নয়। আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, এখনও দিচ্ছি। কিন্তু যখন এনসিপি যমুনার দিকে যায়, তখন তাদেরকে সাদরে গ্রহণ করেন, অথচ সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি নিয়ে এলে লাঠিচার্জ, টিয়ারগ্যাস আর সাউন্ড গ্রেনেড উপহার দেন।”

বৃহস্পতিবার (১৫ মে), জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব মন্তব্য করেন রিজভী। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে।

[আরোও পড়ুনঃ আবার কর্মসংস্থান পাচ্ছে বাংলাদেশিরা] >> [ইউটিউবে খবর দেখুন]

তিনি বলেন, “মাত্র কয়েকদিন আগে কিছু রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে আপনাদের কাছে এলো, আপনারা তাদের সম্মান জানালেন। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সমস্যা নিয়ে এলে আপনারা তাদের দমন করলেন। আপনারা তো সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন—তাহলে এই দ্বিচারিতা কেন?”

রিজভী আরও বলেন, “বর্তমানে দেশের পরিস্থিতি উদ্বেগজনক। ষড়যন্ত্র আর অস্থিরতা চারদিকে। অন্তর্বর্তীকালীন সরকার কি সেই সব উপেক্ষা করে নিজেদের মত করে দেশ চালাবে? ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, আজ তারাই ক্ষমতায়। তাহলে এখন কেন বিশ্ববিদ্যালয় চত্বরে তরুণের লাশ পড়ে থাকছে? কেন শিক্ষার্থীদের রক্ত ঝরছে?”

[আরোও পড়ুনঃরাঙামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা] >> [ইউটিউবে খবর দেখুন]

তিনি বলেন, “ছাত্রদল নেতা সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে কোনো ভবঘুরে হত্যা করেনি, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কয়েকদিন আগে সে জাতীয় সংগীত নিয়ে শাহবাগে চলমান আন্দোলনের সমালোচনা করে পোস্ট দিয়েছিল—এটাই কি তার মৃত্যুর কারণ?”


রাঙামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, ২ জন আহত

রাঙামাটিতে কাঠ বোঝাই একটি ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারানোর ফলে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন। বিস্তারিত জানতে পড়ুন পুরো প্রতিবেদন।


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী আর্য্যপুর এলাকায় কাঠবোঝাই একটি ছয় চাকার পরিবহন (স্থানীয়ভাবে ‘টলি’ নামে পরিচিত) উল্টে তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের সবাই বাঘাইছড়ির স্থানীয় বাসিন্দা এবং চাকমা জনগোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[আরোও পড়ুনঃবৈষম্যবিরোধী নেতা ও তিন সহযোগীর বিরুদ্ধে হুমকি] >> [ইউটিউবে খবর দেখুন]

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনাটি ঘটেছে বাঘাইছড়ি সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের একটি পাহাড়ি এলাকায়। কাঠ পরিবহনকালে নিচে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান।

[আরোও পড়ুনঃজড়িত চক্র শনাক্ত] >> [ইউটিউবে খবর দেখুন]

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে, তারা ফিরে এলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।


চিলমারীতে বোরো ধান ও চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন লক্ষ্যমাত্রা ১,৯১৮ মেট্রিক টন

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩৬ টাকা কেজি দরে ধান ও ৪৯ টাকায় চাল সংগ্রহ করা হবে, লক্ষ্যমাত্রা ১,৯১৮ মেট্রিক টন। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বাসকের উপস্থিতিতে এ কর্মসূচির সূচনা হয়, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। স্থানীয় নেতৃবৃন্দ ও কৃষকরা অংশ নেন।


হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো (ধান ও চাল) ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। এ বছরে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ৪৭৭মেট্রিক টন এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ১হাজার ৪৪১মেট্রিক টন। আরোও পড়ুন প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬টাকা ও প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯টাকা। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় চিলমারী খাদ্য গুদাম চত্বরে উক্ত ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় চাল: চিলমারীতে খাদ্য গুদামে ক্রয় কর্মসূচি চালু

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বাসক। আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আমজাদ হোসেন, বিএনপি নেতা সাহেব আলী, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী, সাবেক সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান, মিলার সহ-অধ্যাপক শামসুদ্দিন মিয়া, মজিবুর রহমান রঞ্জু, হেলাল মিয়া, ফজলুল হক, আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আগামী ৩১শে আগস্ট ধান ও চাল ক্রয়ের শেষ দিন বলে জানান।


বৈষম্যবিরোধী নেতা ও তিন সহযোগীর বিরুদ্ধে হুমকির অভিযোগে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ও আরও তিনজনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকির অভিযোগে মামলা দায়ের হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এই অভিযোগ। জানুন বিস্তারিত এই গুরুতর মামলার পেছনের ঘটনা ও আসামিদের ভূমিকা।


সিলেট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের হুমকির অভিযোগ এনে মামলা করেছেন সংগঠনটির এক নারী নেত্রী।

বুধবার (১৪ মে), সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করা হয়। অন্য আসামিরা হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ (২৭), যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান (২৫) এবং রেদোয়ান মুনসি (২৬)।

[আরোও পড়ুনঃজড়িত চক্র শনাক্ত] >> [ইউটিউবে খবর দেখুন]

বাদীর অভিযোগে বলা হয়েছে, তিনি সংগঠনের তহবিলের হিসাব জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন। ১০ এপ্রিল, অভিযুক্তসহ আরও ৭-৮ জন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। তিনি ৮ মে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন, পরে আদালতে মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি গ্রহণ করে থানার তদন্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

[আরোও পড়ুনঃচট্টগ্রাম বন্দরে নিয়োগের সুযোগ] >> [ইউটিউবে খবর দেখুন]

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নুরুল ইসলাম বলেন, “রেদোয়ান মুনসি আমাদের কমিটির সদস্য নন। অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সামাজিকভাবে আমাদের হেয় করতেই এই মামলা করা হয়েছে।”


Exit mobile version