খুলনায় মাহিন্দ্রা ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সকালে ব্যস্ত সড়কে, যেখানে দ্রুতগামী লরির ধাক্কায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩, আহত ৪
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী মাহিন্দ্রা ও মেঘনা পেট্রোলিয়ামের একটি তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার (১৭ মে) সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের রফিকুল ইসলাম গাজী (৫৫), ২ নম্বর কয়রা গ্রামের মহিনুর ইসলাম (৩৫) এবং কুশোডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুর রশিদ (৫০)। মহিনুর ইসলাম ও আব্দুর রশিদ স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
[আরোও পড়ুনঃবিসিবিতে ফের হানা দিলো ] >> [ইউটিউবে খবর দেখুন]
আহত চারজন হলেন—মইনুল ইসলাম গাজী, ইউনুস, মনিরুজ্জামান এবং আব্দুস সাত্তার। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
খর্ণিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মন্ডল নিহতদের পরিচয় নিশ্চিত করে জানান, কয়রা উপজেলা থেকে কয়েকজন শিক্ষক খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে মাহিন্দ্রা যোগে রওনা হয়েছিলেন। তারা পাঁচ দফা দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন।
[আরোও পড়ুনঃ৯ জন নিহত ] >> [ইউটিউবে খবর দেখুন]
দুর্ঘটনার সময় তাদের বহনকারী মাহিন্দ্রা গোলনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর লরিটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।