৭৫ বছরের আত্মবিশ্বাস জাতীয় দৈনিক সংবাদের গৌরবময় যাত্রা

“বাংলাদেশের প্রাচীন ও প্রভাবশালী দৈনিক ‘সংবাদ’-এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত সত্য ও নিষ্ঠার প্রতীক এই পত্রিকা। জাতীয় ইতিহাস, সংস্কৃতি ও গণমাধ্যমের বিকাশে এর অবদান অনস্বীকার্য। এই বিশেষ দিনে শ্রদ্ধা ও অভিনন্দন জানানো হলো বাংলাদেশের এই গৌরবময় মুখপাত্রকে।”


বদলগাছীতে দৈনিক সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৭ মে (শনিবার) বিকাল ৩টায় সংবাদ পরিবারের আয়োজনে একটি র্যালি বের হয়, যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জাতীয় দৈনিক  সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী :মোঃ সারোয়ার হোসেন অপু 

বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বিএনপির নেতা ফজলে হুদা বাবুল, কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণিসম্পদ অফিসার ডা. রিপা রানী, ওসি আনিছুর রহমান, জেলা প্রেসক্লাব সভাপতি এএসএম রায়হান আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তারা।

ইউএনও ইসরাত জাহান ছনি দৈনিক সংবাদের সাফল্য কামনা করেন, অন্যদিকে ফজলে হুদা বাবুল পত্রিকাটির ঐতিহাসিক ভূমিকা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল।


জয় বাংলা হইয়া গেলো অবশেষে

বহু বছর অপেক্ষার পর অবশেষে ‘জয় বাংলা’ স্লোগান পেয়েছে চূড়ান্ত স্বীকৃতি। এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাঙালির আত্মপরিচয়, ভাষা ও স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ‘জয় বাংলা’ এখন কেবল আবেগ নয়, রাষ্ট্রীয় স্বীকৃতি। পুরো প্রেক্ষাপট জানতে এবং বিস্তারিত বিশ্লেষণ পড়তে ভিজিট করুন আমাদের পূর্ণ প্রতিবেদন।


বৃহস্পতিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে আলোচিত মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য। সেখানে তিনি লিখেছেন, “অবশেষে জয় বাংলা হইয়া গেলো”—এই বাক্যে ফুটে উঠেছে তার বক্তব্যের মূল প্রতিফলন।

পোস্টটিতে পিনাকী ‘আর্টকুঠুরী’ নামক একটি পেজের কনটেন্ট শেয়ার করেন, যার ক্যাপশনে লেখা ছিল, “আমার ফুলকুমারী ব্রান্ডিং”

শেয়ার করা মূল পোস্টে বলা হয়, “প্রথমে যমুনায় যাওয়া, পরে সবাইকে যুক্ত হতে আহ্বান, এরপর শাহবাগে মিলন, এবং সবশেষে — জয় বাংলা হয়ে গেলো।”

তবে ওই পোস্টে আরও কিছু ইঙ্গিতপূর্ণ বাক্য ছিল, যেমন: “সব ঠিক আছে, তবে করিডোরে কী হলো? আর হামিদ সাহেব কোথায় গেলেন—এইগুলো জানা জরুরি।”

এই মন্তব্যে পিনাকী যেন একটি ঘটনাপ্রবাহের রাজনৈতিক বা সাংস্কৃতিক প্রতিফলন তুলে ধরেছেন, যা আলোচনার জন্ম দিয়েছে।


নগর ভবনে ইশরাকের অভিষেক, ‘ঢাকাবাসী’র পক্ষ থেকে উষ্ণ স্বাগত

ইশরাক হোসেন নগর ভবনে মেয়র পদে দায়িত্ব গ্রহণ করেন। ‘ঢাকাবাসী’র আয়োজনে এই অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বাস দেখা যায়। নতুন নেতৃত্বে ঢাকার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নাগরিকেরা।


শনিবার (১৭ মে) সকাল ৯টার পর থেকেই ঢাকার নগর ভবনের সামনে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা দ্রুততার সঙ্গে ইশরাককে মেয়রের দায়িত্ব গ্রহণ করানোর দাবি জানান। আন্দোলনকারীরা বারবার স্লোগান দিতে থাকেন— ‘শপথ নিয়ে সময় ক্ষেপণ চলবে না’, ‘ইশরাক ভাইকে অবিলম্বে শপথ নিতে হবে’, ‘জনতার একমাত্র মেয়র ইশরাক’ ইত্যাদি।

আন্দোলনের ফলে নগর ভবনের সামনের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারা গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকা হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন এবং পরে আবার নগর ভবনে ফিরে আসেন।

তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

[আরোও পড়ুনঃ সাবেক এমপির বিরুদ্ধে মামলা  ] >> [ইউটিউবে খবর দেখুন]

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন এবং বিএনপি প্রার্থী ইশরাক হোসেন পরাজিত হন। তবে ২০২৫ সালের ২৭ মার্চ সেই ফল বাতিল করে নতুনভাবে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা হয়।


ঢাকায় ধরা পড়লেন জেবুননেসা আফরোজ, সাবেক এমপির বিরুদ্ধে মামলা

সাবেক সংসদ সদস্য জেবুননেসা আফরোজকে ঢাকায় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।


আওয়ামী লীগ নেত্রী জেবুননেসা ডিবি হেফাজতে

শনিবার (১৭ মে) আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য জেবুননেসা আফরোজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে বর্তমানে ডিবির হেফাজতে রাখা হয়েছে। তবে আটকের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবুননেসা ২০১৪ সালের ৯ এপ্রিল বরিশাল-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই আসনটি তার স্বামী শওকত হোসেন হিরনের মৃত্যুতে শূন্য হয়েছিল। তিনি ১০ম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করেন।

তার স্বামী শওকত হোসেন হিরন ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র।

[আরোও পড়ুনঃ রাজশাহীতে বস্তায় পাওয়া গলিত দেহ  ] >> [ইউটিউবে খবর দেখুন]

ডিবি হেফাজতে নেওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।


রাজশাহীতে বস্তায় পাওয়া গলিত দেহ,পোশাক দেখে ছেলের লাশ শনাক্ত করে পিতা

রাজশাহীর একটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বস্তাবন্দী গলিত একটি লাশ। মৃতদেহটি দেখে একজন পিতা দাবি করেন, সেটি তার নিখোঁজ হওয়া ছেলের। পোশাকের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।


তানোরে নদীতে বস্তাবন্দী লাশ, প্রেমঘটিত হত্যার অভিযোগ পরিবারের

রাজশাহীর তানোর উপজেলার হাবিবনগর পালপাড়া এলাকার শিব নদ থেকে আজ শনিবার সকালে একটি বস্তায় মোড়ানো গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরদেহটির পরনে থাকা গেঞ্জি ও লুঙ্গি দেখে মনোরঞ্জন পাল দাবি করেছেন, এটি তাঁর ছেলে চিত্তরঞ্জন পাল (২৬)। তিনি জানান, তাঁর ছেলে ২৬ এপ্রিল রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার পর থেকে নিখোঁজ। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।

[আরোও পড়ুনঃ চট্টগ্রাম বন্দরে নিয়োগের সুযোগ  ] >> [ইউটিউবে খবর দেখুন]

পরিবার সূত্রে জানা যায়, চিত্তরঞ্জনের সঙ্গে স্থানীয় একটি কলেজে পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল, যা মেয়ের পরিবার মেনে নেয়নি। নিখোঁজের পর মেয়েটির ভাই আশ্বাস দিয়েছিলেন ছেলেকে খুঁজে এনে বিয়ের ব্যবস্থা করা হবে। তবে আজ গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মনোরঞ্জন পাল হত্যার অভিযোগে মামলা করতে চেয়েছেন বলেও জানান ওসি।

[আরোও পড়ুনঃ জনগণের ক্ষোভ বিস্ফোরণের আগেই  ] >> [ইউটিউবে খবর দেখুন]

এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে তদন্ত চলমান রয়েছে।


জনগণের ক্ষোভ বিস্ফোরণের আগেই নির্বাচন দিন: জয়নুল আবদিন ফারুক

বিএনপির সিনিয়র নেতা জয়নুল আবদিন ফারুক সরকারের উদ্দেশে বলেছেন, জনরোষ বিস্ফোরণের আগেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, জনগণের ধৈর্যের বাঁধ ভাঙলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সময়মতো ভোটই উত্তরণের একমাত্র পথ।


“জনগণের পরিবর্তন দরকার, শেখ হাসিনার নয়” — জয়নুল আবেদিন ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক মন্তব্য করেছেন, “শেখ হাসিনাকে সংস্কার না করে, বরং দেশের জনগণকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া প্রয়োজন।”

তিনি বলেন, বিএনপি একটি ধৈর্যশীল রাজনৈতিক দল, যারা দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে।

তার দাবি, জাতির পিতা জিয়াউর রহমানকে বারবার অপমান করা হয়েছে, তার স্ত্রী খালেদা জিয়া এবং সন্তানদের ওপর চালানো হয়েছে রাজনৈতিক নির্যাতন। তবুও বিএনপি সহ্য করে গেছে এবং গণতান্ত্রিক ধারায় আন্দোলন চালিয়ে যাচ্ছে।

[আরোও পড়ুনঃ১০ লাখ গাজাবাসীকে লিবিয়ায় পাঠানোর নেপথ্যে  ] >> [ইউটিউবে খবর দেখুন]

তিনি বলেন, “এই নয় মাসের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করেছিলাম। কিন্তু এখন করিডোর রাজনীতির প্রশ্ন উঠছে কেন? তারেক রহমান অনেক আগেই জাতির প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা দিয়েছেন। হাসিনার অধীনে আর কোনো নির্বাচন মেনে নেবে না জনগণ। দেশবাসী একটি সুষ্ঠু ভোট চায়।”

[আরোও পড়ুনঃচট্টগ্রাম বন্দরে নিয়োগের সুযোগ  ] >> [ইউটিউবে খবর দেখুন]

প্রফেসর ইউনূসের প্রসঙ্গে তিনি বলেন, “তিনি দেশের একজন গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তি। আমরা তাকে নিয়ে গর্ব করি। সেই গর্ব যেন ভেঙে না পড়ে।”


এনবিআর ভেঙে নতুন দুই বিভাগ, বৈধতা নিয়ে রিট আদালতে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সংবিধান ও প্রশাসনিক কাঠামোর প্রশ্ন তোলা হয়েছে, যা এখন বিচারাধীন রয়েছে। বিষয়টি নিয়ে চলছে দেশজুড়ে আলোচনা।


নতুন রাজস্ব কাঠামোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের জন্য সরকার কর্তৃক জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ।

শনিবার (১৭ মে) তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি জমা দেন। তিনি জানান, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহেই শুনানি হতে পারে।

গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে নতুনভাবে দুটি বিভাগ গঠনের লক্ষ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করা হয়। এই অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ কর আইন কার্যকর ও রাজস্ব আদায়ের পরিবীক্ষণ করবে, আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হবে রাজস্ব সংগ্রহের মূল দায়িত্বপ্রাপ্ত সংস্থা।

[আরোও পড়ুনঃ৯ জন নিহত ] >> [ইউটিউবে খবর দেখুন]

রিট আবেদনে বলা হয়, সংবিধানের ২৬, ৩১ ও ২৯(১) অনুচ্ছেদের আলোকে অধ্যাদেশটি মৌলিক অধিকারের পরিপন্থী ও কর্তৃত্ববহির্ভূত। সেইসঙ্গে অধ্যাদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারির অনুরোধ করা হয়েছে।

রিটকারী আইনজীবীর মতে, অংশীজনদের মতামত গ্রহণ না করে তড়িঘড়ি করে অধ্যাদেশ জারি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড গঠনের ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ বাতিল করা হলে তা অবশ্যই সুনির্দিষ্ট ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে হতে হতো।

[আরোও পড়ুনঃঘুমের ওষুধে স্বামীকে হত্যা ] >> [ইউটিউবে খবর দেখুন]

তিনি আরও বলেন, এনবিআরের কর্মকর্তাদের পদোন্নতি ও সুযোগ সীমিত করে নতুন কাঠামোতে প্রশাসন ক্যাডারের আধিপত্য বিস্তার সংবিধানের ২৯(১) অনুচ্ছেদের বরখেলাপ। তাই এই নতুন কাঠামো এবং অধ্যাদেশের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধও জানানো হয়েছে।


৮ দিনের দাম্পত্য জীবন,ঘুমের ওষুধে স্বামীকে হত্যা

মাত্র ৮ দিনের বিবাহিত জীবনে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করলেন স্ত্রী। পরিকল্পিতভাবে স্বামীর জীবন শেষ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।


বিয়ের আট দিনের মাথায় স্বামীকে হত্যা করলেন স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আটদিন পর স্বামীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) গভীর রাতে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাসান মিয়া (২৮) কুমিল্লার বাসিন্দা। তিনি আখাউড়ার মসজিদপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আটক স্ত্রী জান্নাত আক্তার (২৩) শান্তিনগর এলাকার বাসিন্দা।

[আরোও পড়ুনঃখুলনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ] >> [ইউটিউবে খবর দেখুন]

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত আক্তার হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, বিয়ের আগে তার অন্য একজনের সঙ্গে প্রেম ছিল। বিয়ের পর স্বামীর ঘন ঘন শারীরিক সম্পর্কের চাপে তিনি মানসিকভাবে অতিষ্ঠ হয়ে পড়েন।

শুক্রবার রাতে স্বামী একাধিকবার ঘনিষ্ঠ হতে চাইলে আপত্তি জানান জান্নাত। একপর্যায়ে কৌশলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন এবং পরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

[আরোও পড়ুনঃ৯ জন নিহত ] >> [ইউটিউবে খবর দেখুন]

পুলিশ ভোরে হাসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার দুপুর ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।


Exit mobile version