বৈষম্যবিরোধী নেতা ও তিন সহযোগীর বিরুদ্ধে হুমকির অভিযোগে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ও আরও তিনজনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকির অভিযোগে মামলা দায়ের হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এই অভিযোগ। জানুন বিস্তারিত এই গুরুতর মামলার পেছনের ঘটনা ও আসামিদের ভূমিকা।


সিলেট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের হুমকির অভিযোগ এনে মামলা করেছেন সংগঠনটির এক নারী নেত্রী।

বুধবার (১৪ মে), সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করা হয়। অন্য আসামিরা হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ (২৭), যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান (২৫) এবং রেদোয়ান মুনসি (২৬)।

[আরোও পড়ুনঃজড়িত চক্র শনাক্ত] >> [ইউটিউবে খবর দেখুন]

বাদীর অভিযোগে বলা হয়েছে, তিনি সংগঠনের তহবিলের হিসাব জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন। ১০ এপ্রিল, অভিযুক্তসহ আরও ৭-৮ জন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। তিনি ৮ মে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন, পরে আদালতে মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি গ্রহণ করে থানার তদন্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

[আরোও পড়ুনঃচট্টগ্রাম বন্দরে নিয়োগের সুযোগ] >> [ইউটিউবে খবর দেখুন]

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নুরুল ইসলাম বলেন, “রেদোয়ান মুনসি আমাদের কমিটির সদস্য নন। অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সামাজিকভাবে আমাদের হেয় করতেই এই মামলা করা হয়েছে।”


Exit mobile version