৬ লাখ টাকা আত্মসাৎ গরু দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ

কোরবানির গরু কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারক চক্র এক ভুক্তভোগীর কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঈদের আগে প্রতারণার এমন কৌশলে আতঙ্কে সাধারণ মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানুন এই প্রতারণা কাহিনি ও প্রতারকদের ধরার প্রচেষ্টা সম্পর্কে।


ঢাকা থেকে গরু কেনার আশ্বাস দিয়ে ডেকে এনে কৌশলে ৬ লাখ টাকা ও ৩টি অ্যান্ড্রয়েড ফোন আত্মসাৎ করেছে এক প্রতারক চক্র—এমন অভিযোগ উঠেছে গাইবান্ধার সাদুল্লাপুরে। এই ঘটনা ঘটেছে ১৩ মে (মঙ্গলবার) সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদাবক্স গ্রামে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ক্রেতা আসিফ খন্দকার সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

[আরোও পড়ুনঃকূটনৈতিক পদক্ষেপে পারমাণবিক উত্তেজনা] >> [ইউটিউবে খবর দেখুন]

ভুক্তভোগীদের মতে, প্রতারক চক্রটি কোরবানির ঈদ উপলক্ষে পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে ঢাকার তিন ক্রেতাকে—আসিফ খন্দকার, মেহেদী হাসান ও নাজমুল আলম—লোভনীয় দামে উন্নত মানের গরু সরবরাহের প্রলোভন দেখায়। মঙ্গলবার সকালে তারা সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ঘেঘার বাজারে এসে পৌঁছান। এরপর গরু দেখানোর অজুহাতে প্রতারকরা তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৬ লাখ টাকা ও ৩টি স্মার্টফোন চতুরভাবে হাতিয়ে নেয়।

টাকা ও ফোন আত্মসাৎ করার পর প্রতারকরা তাদের মারধর করে একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

[আরোও পড়ুনঃ এনসিপিদের উষ্ণ অভ্যর্থনা নিয়ে বিতর্ক] >> [ইউটিউবে খবর দেখুন]

ঘটনার বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, বিষয়টি নিয়ে থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে।


Exit mobile version