জনগণের ক্ষোভ বিস্ফোরণের আগেই নির্বাচন দিন: জয়নুল আবদিন ফারুক

বিএনপির সিনিয়র নেতা জয়নুল আবদিন ফারুক সরকারের উদ্দেশে বলেছেন, জনরোষ বিস্ফোরণের আগেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, জনগণের ধৈর্যের বাঁধ ভাঙলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সময়মতো ভোটই উত্তরণের একমাত্র পথ।


“জনগণের পরিবর্তন দরকার, শেখ হাসিনার নয়” — জয়নুল আবেদিন ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক মন্তব্য করেছেন, “শেখ হাসিনাকে সংস্কার না করে, বরং দেশের জনগণকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া প্রয়োজন।”

তিনি বলেন, বিএনপি একটি ধৈর্যশীল রাজনৈতিক দল, যারা দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে।

তার দাবি, জাতির পিতা জিয়াউর রহমানকে বারবার অপমান করা হয়েছে, তার স্ত্রী খালেদা জিয়া এবং সন্তানদের ওপর চালানো হয়েছে রাজনৈতিক নির্যাতন। তবুও বিএনপি সহ্য করে গেছে এবং গণতান্ত্রিক ধারায় আন্দোলন চালিয়ে যাচ্ছে।

[আরোও পড়ুনঃ১০ লাখ গাজাবাসীকে লিবিয়ায় পাঠানোর নেপথ্যে  ] >> [ইউটিউবে খবর দেখুন]

তিনি বলেন, “এই নয় মাসের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করেছিলাম। কিন্তু এখন করিডোর রাজনীতির প্রশ্ন উঠছে কেন? তারেক রহমান অনেক আগেই জাতির প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা দিয়েছেন। হাসিনার অধীনে আর কোনো নির্বাচন মেনে নেবে না জনগণ। দেশবাসী একটি সুষ্ঠু ভোট চায়।”

[আরোও পড়ুনঃচট্টগ্রাম বন্দরে নিয়োগের সুযোগ  ] >> [ইউটিউবে খবর দেখুন]

প্রফেসর ইউনূসের প্রসঙ্গে তিনি বলেন, “তিনি দেশের একজন গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তি। আমরা তাকে নিয়ে গর্ব করি। সেই গর্ব যেন ভেঙে না পড়ে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version