রাজশাহীর একটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বস্তাবন্দী গলিত একটি লাশ। মৃতদেহটি দেখে একজন পিতা দাবি করেন, সেটি তার নিখোঁজ হওয়া ছেলের। পোশাকের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
তানোরে নদীতে বস্তাবন্দী লাশ, প্রেমঘটিত হত্যার অভিযোগ পরিবারের
রাজশাহীর তানোর উপজেলার হাবিবনগর পালপাড়া এলাকার শিব নদ থেকে আজ শনিবার সকালে একটি বস্তায় মোড়ানো গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটির পরনে থাকা গেঞ্জি ও লুঙ্গি দেখে মনোরঞ্জন পাল দাবি করেছেন, এটি তাঁর ছেলে চিত্তরঞ্জন পাল (২৬)। তিনি জানান, তাঁর ছেলে ২৬ এপ্রিল রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার পর থেকে নিখোঁজ। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
[আরোও পড়ুনঃ চট্টগ্রাম বন্দরে নিয়োগের সুযোগ ] >> [ইউটিউবে খবর দেখুন]
পরিবার সূত্রে জানা যায়, চিত্তরঞ্জনের সঙ্গে স্থানীয় একটি কলেজে পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল, যা মেয়ের পরিবার মেনে নেয়নি। নিখোঁজের পর মেয়েটির ভাই আশ্বাস দিয়েছিলেন ছেলেকে খুঁজে এনে বিয়ের ব্যবস্থা করা হবে। তবে আজ গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মনোরঞ্জন পাল হত্যার অভিযোগে মামলা করতে চেয়েছেন বলেও জানান ওসি।
[আরোও পড়ুনঃ জনগণের ক্ষোভ বিস্ফোরণের আগেই ] >> [ইউটিউবে খবর দেখুন]
এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে তদন্ত চলমান রয়েছে।