৭৫ বছরের আত্মবিশ্বাস জাতীয় দৈনিক সংবাদের গৌরবময় যাত্রা

“বাংলাদেশের প্রাচীন ও প্রভাবশালী দৈনিক ‘সংবাদ’-এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত সত্য ও নিষ্ঠার প্রতীক এই পত্রিকা। জাতীয় ইতিহাস, সংস্কৃতি ও গণমাধ্যমের বিকাশে এর অবদান অনস্বীকার্য। এই বিশেষ দিনে শ্রদ্ধা ও অভিনন্দন জানানো হলো বাংলাদেশের এই গৌরবময় মুখপাত্রকে।”


বদলগাছীতে দৈনিক সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৭ মে (শনিবার) বিকাল ৩টায় সংবাদ পরিবারের আয়োজনে একটি র্যালি বের হয়, যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জাতীয় দৈনিক  সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী :মোঃ সারোয়ার হোসেন অপু 

বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বিএনপির নেতা ফজলে হুদা বাবুল, কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণিসম্পদ অফিসার ডা. রিপা রানী, ওসি আনিছুর রহমান, জেলা প্রেসক্লাব সভাপতি এএসএম রায়হান আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তারা।

ইউএনও ইসরাত জাহান ছনি দৈনিক সংবাদের সাফল্য কামনা করেন, অন্যদিকে ফজলে হুদা বাবুল পত্রিকাটির ঐতিহাসিক ভূমিকা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল।


Exit mobile version