ঠিকাদারি নিয়ে রাজশাহী ও নওগাঁর দুই বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

রাজশাহী ও নওগাঁর দুই বিএনপি নেতার মধ্যে ঠিকাদারি বণ্টন নিয়ে হওয়া ফোনালাপ সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। কথোপকথনে দেখা যায়, তারা লাভ ভাগাভাগি ও প্রকল্প নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় লিপ্ত। এই অডিও ঘিরে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে, যা দুর্নীতি ও স্বার্থসংশ্লিষ্টতার অভিযোগ আরও ঘনীভূত করেছে।


রাজশাহী নগরের রাজপাড়া থানার সদ্য সাবেক বিএনপি নেতা মাহবুবুর রহমান রুবেল সম্প্রতি একটি ফোনালাপে নওগাঁ জেলার এক ঠিকাদারকে হুমকি দিয়েছেন। সোমবার দুপুরে ৯ মিনিট ৪৫ সেকেন্ডের এই কথোপকথনে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজও করেন। যার অপরপক্ষ ছিলেন মান্দা উপজেলার সাবেক ছাত্রদল নেতা ও ইউনিয়ন বিএনপির প্রাক্তন সদস্য শাহজাহান আলী।

ঘটনার সূত্রপাত রাজশাহীর সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষপালন শাখার একটি দরপত্রকে কেন্দ্র করে। জানা গেছে, ৯টি লটে গাছ বিক্রির দরপত্র আহ্বান করা হলে শাহজাহান দুটি লটের কাজ প্রায় ছয় লাখ টাকায় পান। তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে টেন্ডার জমা দেন, যাতে স্থানীয় চক্রের নিয়ন্ত্রণ এড়ানো যায়।

ফোনালাপে মাহবুবুর বলেন, “১৭ বছর খাইনি, এখন খাব। রোডসে টেন্ডার দিবেন না।” শাহজাহান উত্তর দেন, “আমিও ১৬ বছর পর কাজ পেলাম।” এরপর মাহবুবুর উত্তেজিত হয়ে কটু ভাষায় কথা বলেন। এসময় আরেক ব্যক্তি, হারুন নামে নিজেকে রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবীরের ভাই পরিচয় দিয়ে, শাহজাহানকে দ্রুত দেখা করার জন্য চাপ দেন।

শাহজাহান বলেন, “আমি আসব, তবে আগে লট কাটি, তারপর তো টাকা আসবে।” হারুন তখন বলেন, “ঈদের আগেই সব মিটমাট করতে হবে।” এই কথোপকথনে প্রকাশ পায় রাজনৈতিক প্রভাব ও ঠিকাদারি নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত ও ক্ষমতার খেলা।


Exit mobile version