পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ালেন নাহিদ রানা

বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান পেসার নাহিদ রানা পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তার এই সিদ্ধান্তে ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। ইনজুরি নাকি ব্যক্তিগত কারণ—তা এখনো স্পষ্ট নয়। পাকিস্তান সফরের আগে দল থেকে এমন সরে দাঁড়ানো ক্রিকেট বিশ্লেষকদের ভাবাচ্ছে, বাংলাদেশের পেস আক্রমণে প্রভাব ফেলবে কিনা।


দীর্ঘ অনিশ্চয়তা শেষে আজ বুধবার ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট সিরিজের সূচি। ঘোষিত স্কোয়াডে তরুণ পেসার নাহিদ রানার নাম থাকলেও, হঠাৎ করেই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। একইসঙ্গে সফরে যাচ্ছেন না জাতীয় দলের ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ফিটনেস ট্রেনার নাথান কেলিও।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন নাহিদ রানা। কোচিং স্টাফদের মধ্যে কেবল ফিল্ডিং কোচ ও ট্রেনার বাদ থাকলেও, বাকিরা পাকিস্তান সফরের জন্য প্রস্তুত।

বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান পেসার নাহিদ রানা : ফাইল ছবি

উল্লেখযোগ্য যে, এর আগে পিএসএল চলাকালীন পাকিস্তানে অবস্থান করছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। ভারত-পাকিস্তান উত্তেজনার সময় তারা সেখানে আতঙ্কজনক অভিজ্ঞতার মুখোমুখি হন। পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে তারা আর পিএসএলে ফিরতে পারেননি।

এবারের পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের বদলে বাংলাদেশ খেলবে তিনটি টি-টোয়েন্টি। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ২৫ মে পাকিস্তানে পৌঁছাবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮, ৩০ মে এবং ১ জুন ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচগুলো, যা বাংলাদেশ সময় রাত ৯টা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version