রাজধানীর বনানীতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং নিরাপদ সড়কের দাবি ফের জোরালো হয়। বিস্তারিত জানতে পড়ুন বনানীর দুর্ঘটনার প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
ঢাকার বনানী এলাকায় কাকলী মোড় সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে রেডিমিক্স কংক্রিটের গাড়ির চাপায় দুই তরুণ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন:
- আশফাকুর রহমান আসিফ (২৪), দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী (কুষ্টিয়া সদরের কুমারপাড়া নিবাসী)
- আসিফ মাহমুদ সম্পদ (২১), বাংলাদেশ মেরিন একাডেমির মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী (মাগুরার শ্রীপুর উপজেলার চখলপুর গ্রামের বাসিন্দা)
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার জানান, দুর্ঘটনার সময় নিহতরা মোটরসাইকেলে ছিলেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করা সম্ভব হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।