নেত্রকোনায় নিখোঁজ হওয়া এক দাদি ও নাতনির মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পর দিনব্যাপী খোঁজাখুঁজির পর নদীতে পাওয়া যায় তাদের নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত চলছে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য।
নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজ হওয়ার একদিন পর দাদি ফাতেমা বেগম (৬৫) ও তার নাতনি লিজা আক্তার (৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শিমুলকান্দি এলাকায় মগড়া নদীতে মরদেহ দুটি ভেসে থাকতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফাতেমা বেগম তাঁর নাতনিকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি নারায়ণডহর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পায়ে হেঁটে যাত্রা করলেও প্রায় তিন কিলোমিটার দূরের গন্তব্যে তাঁরা আর পৌঁছাননি। সন্ধ্যার পর নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়রা খোঁজ শুরু করে।
[আরোও পড়ুনঃ লংমার্চে পুলিশের কড়া অভিযান] >> [ইউটিউবে খবর দেখুন]
আজ ভোরে শিমুলকান্দি এলাকায় নদীতে প্রথমে ফাতেমা বেগমের মরদেহ পাওয়া যায়। এরপর নদীতে জাল ফেলে তল্লাশি চালিয়ে লিজার মরদেহও উদ্ধার করা হয়।
লিজার বাবা লিটন মিয়া বলেন, সম্ভবত নদী পার হওয়ার সময় পা পিছলে লিজা পড়ে যায়, আর মা তাকে বাঁচাতে গিয়ে নিজেও পানিতে তলিয়ে যান।
এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দা নুর মিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।”
[আরোও পড়ুনঃ সন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার] >> [ইউটিউবে খবর দেখুন]
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলম জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি দুর্ঘটনা।