বেতন-ভাতার দাবিতে কাকরাইল মোড় গার্মেন্টস শ্রমিক

বেতন ও ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকরা কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি পরিশোধ করা হয়নি। এই আন্দোলনে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। শ্রমিকরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সড়ক না ছাড়ার হুমকি দিয়েছে।


গাজীপুর ও আশুলিয়ার নয়টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ভাতা প্রদানের দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টা থেকে শ্রমিকরা ওই এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভে অংশ নেয় গাজীপুরের সিএনজেড গ্রুপের অন্তর্ভুক্ত আটটি গার্মেন্টস ও আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।

জানা যায়, এর আগে শ্রম ভবনের সামনে থেকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল বের করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে রওনা দেন তারা। কিন্তু কাকরাইল মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকা পড়ে গেলে, সেখানেই তারা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, তাদের কয়েক মাসের বেতন বন্ধ রয়েছে। তিন মাস ধরে বাসাভাড়া দিতে পারছেন না অনেকেই, আবার বাজার ও ঋণও পরিশোধ করতে পারছেন না। ফলে পরিবার নিয়ে অসহায় অবস্থায় দিন পার করছেন তারা। এসব কারণেই বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।

তারা আরও জানান, বিগত দুই সপ্তাহ ধরে শ্রম ভবনের সামনে অবস্থান করলেও কর্তৃপক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যতক্ষণ না তাদের ন্যায্য বেতন ও পাওনা পরিশোধ করা হয়, ততক্ষণ তারা কাকরাইল মোড় না ছাড়ার ঘোষণা দেন। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।


Exit mobile version