নারী-শিশুসহ ৫ জনকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

বিএসএফ সদস্যদের বিরুদ্ধে বোতল বেঁধে নারী-শিশুসহ ৫ বাংলাদেশিকে নদীতে ফেলার মর্মান্তিক অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনার বিস্তারিত তথ্য, সরকারের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান জানুন। সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও এই ঘটনার তদন্ত সম্পর্কে সর্বশেষ খবর পড়ুন।


ভারত-বাংলাদেশ সীমান্তে এক মর্মান্তিক ঘটনায় হরিয়ানা থেকে ধরে আনা এক পরিবারকে প্লাস্টিকের বোতল বেঁধে ফেনী নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে রামগড়ের সোনাইপুল এলাকায় নারী ও শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা হলেন:

  • উমেদ আলী (৪২)
  • তার স্ত্রী সেলিনা বেগম (৩৫)
  • তিন কন্যা সুমাইয়া (৮), রুম্পা (১২) ও রুমি (১৫)

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকাল ৬টায় ভেজা কাপড়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা পরিবারটিকে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। উদ্ধার হওয়ার পর উমেদ আলী জানান, হরিয়ানায় শ্রমিক হিসেবে কাজ করার সময় বিএসএফ তাদের আটক করে। বুধবার রাত ১২টার দিকে তাদের কোমরে প্লাস্টিকের বোতল বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। রাতভর ভেসে ভেসে ভোরে বাংলাদেশ সীমান্তে পৌঁছান তারা।

রামগড় ইউএনও ইসমত জাহান তুহিন জানিয়েছেন, মানবিক বিবেচনায় পরিবারটিকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে। তারা নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে।


Exit mobile version