“শিক্ষা ব্যবস্থায় সংস্কার: পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হতে চলেছে”

“সরকার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এই পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার সম্ভাবনা ও এর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কি বয়ে আনবে – সব তথ্য আমাদের প্রতিবেদনে।”


পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর সম্ভাবনা
সরকার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করছে। শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার শনিবার (১০ মে) মিরপুরে এক অনুষ্ঠানে জানান, এ বিষয়ে সব অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

[আরোও পড়ুনঃ বেসরকারি ব্যাংকে নতুন নিয়োগ] [ইউটিউবে খবর দেখুন]

প্রধান তথ্য:

  • প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন, চলতি বছরেই বৃত্তি পরীক্ষা চালু হতে পারে
  • শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন
  • প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, মামলার কারণে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া যাচ্ছে না

অনুষ্ঠানের বিবরণ:
মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষা উপদেষ্টা এসময় শিক্ষকতাকে মহান পেশা আখ্যায়িত করেন।


Exit mobile version