পিরোজপুরে চৌকিদারদের সক্রিয়তায় থানা পর্যায়ে আইনশৃঙ্খলা বৈঠক

পিরোজপুর পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় চৌকিদার প্যারেড ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় নিরাপত্তা জোরদার, চৌকিদারদের ভূমিকা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এটি থানা এলাকার নিরাপত্তা ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করেছে।


ভাণ্ডারিয়ায় চৌকিদার প্যারেডে পুলিশ সুপারের নির্দেশনা

আজ মঙ্গলবার (১৩ মে ২০২৫) দুপুরে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানা প্রাঙ্গণে চৌকিদার প্যারেড ও আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের।

প্যারেডে পুলিশ সুপার মহোদয় দফাদার ও চৌকিদারদের উদ্দেশে বলেন, এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড যেমন– চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও সেবন, বাল্যবিবাহ, জুয়া, জঙ্গি তৎপরতা কিংবা দুর্ঘটনার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে থানায় অবহিত করার আহ্বান জানান।

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা : ফাইল ছবি

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে চৌকিদার ও দফাদারদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের দিকনির্দেশনায় চৌকিদারদের নিয়মিত টহল, স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে সচেতন থাকার ওপর জোর দেওয়া হয়।

[আরোও পড়ুনঃঝুলন্ত অবস্থায় মিলল ঠিকাদারের লাশ] >> [ইউটিউবে খবর দেখুন]

এ সময় সভায় ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


Exit mobile version