যশোরের শার্শায় ১০ স্বর্ণবার উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশ-র্যাবের যৌথ অভিযানে ১০টি স্বর্ণের বার (গোল্ড বার) সহ এক পাচারকারী আটক। আটককৃত স্বর্ণের মূল্য কয়েক কোটি টাকা। জানুন কীভাবে অভিযান চালিয়ে অবৈধ পাচার রোধ করলো আইন প্রয়োগকারী সংস্থা। সর্বশেষ খবর ও বিস্তারিত তথ্য দেখুন।


যশোরের শার্শা উপজেলায় বিপুল পরিমাণ স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ মে) দুপুর ১টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে শুভ ঘোষ (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনম টোপ গ্রামের বাসিন্দা এবং শুনীল ঘোষের ছেলে।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের নিয়ে একটি তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শুভ ঘোষকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং তল্লাশির সময় তার প্যান্টের পকেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ১৯২.৬৯ গ্রাম।

[আরোও পড়ুনঃ প্রাণভয়ে বাংলাদেশ ছাড়লেন হাথুরুসিংহ]

পুলিশ ধারণা করছে, এসব স্বর্ণ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা বলে জানা গেছে।

নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

#যশোর #শার্শা #স্বর্ণ #পাচার, #গোল্ডবার,


Exit mobile version