টিসিবির ঈদ কার্যক্রম: কাল থেকে পণ্য বিক্রি ভ্রাম্যমাণ ট্রাকে

ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম। সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ, ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করবে সংস্থাটি। স্বল্প আয়ের মানুষকে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য। পবিত্র ঈদকে সামনে রেখে টিসিবির এই কার্যক্রম সারাদেশজুড়ে চলবে নির্ধারিত সময় পর্যন্ত।


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সাধারণ জনগণের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার (২২ মে) থেকে আগামী ৩ জুন পর্যন্ত সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে ভোজ্যতেল, মসুর ডাল এবং চিনি বিক্রি করবে। এই সেবা শুক্রবার ও সরকারি ছুটির দিনেও চলবে।

কার্ডধারী ভোক্তাদের পাশাপাশি, এবার সাধারণ মানুষও পরিবার কার্ড ছাড়াই এই ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। তবে কার্ড ছাড়া কেনা পণ্যের দাম হবে তুলনামূলক একটু বেশি, যদিও বাজার দামের চেয়ে তা এখনও কম থাকবে।

টিসিবি জানিয়েছে, দেশের ৬৯০টি ট্রাকে এসব পণ্য প্রতিদিন বিক্রি হবে। এর মধ্যে রাজধানী ঢাকায় থাকবে ৫০টি, চট্টগ্রামে ২০টি এবং অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে ১০টি করে ট্রাক চালানো হবে।

টিসিবির পণ্য :ভ্রাম্যমাণ ট্রাকে

ভোক্তারা একজন সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১৩৫ টাকা, ডাল ৮০ টাকা এবং চিনি ৮৫ টাকায় বিক্রি হবে। কার্ডধারীদের জন্য এই দাম যথাক্রমে ১০০, ৬০ ও ৭০ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে টিসিবি সারা বছর ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে থাকে। ঈদুল আজহা উপলক্ষে এই কার্যক্রম আরও সম্প্রসারিত হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।


Exit mobile version