ব্রাজিল জাতীয় দলের জন্য কাকা প্রস্তুত

ব্রাজিল জাতীয় দলের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন কিংবদন্তি ফুটবলার কাকা। খেলোয়াড় হিসেবে সাফল্যের পর এবার তিনি দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানান। ভক্তদের মাঝে জেগেছে নতুন প্রত্যাশা—কাকার অভিজ্ঞতা কি আবার ফিরিয়ে আনবে ব্রাজিল ফুটবলের সোনালি দিন?


ব্রাজিল দলের কোচিংয়ে আনচেলত্তি, সহকারী হিসেবে কাকাকে চান

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার গুঞ্জন অনেক দিন ধরেই ঘুরছে কার্লো আনচেলত্তিকে ঘিরে। প্রথমবার বিষয়টি সামনে আনেন সিএনএন ব্রাজিলের উপস্থাপক বেঞ্জামিন ব্যাক। খবর অনুযায়ী, আনচেলত্তি ব্রাজিল দলে নিজের সহকারী হিসেবে সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার কাকাকে চাচ্ছেন এবং এ নিয়ে দুই পক্ষের মধ্যে ইতোমধ্যেই প্রাথমিক যোগাযোগও হয়েছে।

এই খবর যখন মিডিয়ায় আলোচনার জন্ম দেয়, তখনও তা নিশ্চিত ছিল না। তবে এবার নিজেই মুখ খুলেছেন কাকা। তিনি জানালেন, জাতীয় দলের দায়িত্ব পেলে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে সাহায্য করতে তিনি প্রস্তুত।

সাবেক এই তারকা প্লেমেকার এসি মিলানের হয়ে আনচেলত্তির অধীনে চ্যাম্পিয়নস লিগ ও সিরি ‘আ’ জিতেছেন, সেই সঙ্গে জিতেছেন ব্যালন ডি’অর। ব্যক্তিগত ও পেশাদার ঘনিষ্ঠতা থেকেই হয়তো আনচেলত্তির পছন্দের তালিকায় আছেন কাকা।

‘কেজ টিভি’ নামক এক ব্রাজিলিয়ান ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কাকা বলেন, “দল যদি মনে করে আমি কোনোভাবে কাজে লাগতে পারি, তাহলে আমি পুরোপুরি প্রস্তুত।”

তিনি আরও জানান, “২০১৭ সালে খেলা ছেড়ে দেওয়ার পর নিজেকে প্রস্তুত করেছি। হার্ভার্ডে স্পোর্টস বিজনেস পড়েছি, সিবিএফের কোচিং কোর্স করেছি এবং বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতাও রয়েছে।” সব মিলিয়ে জাতীয় দলের কোচিং স্টাফে থাকাটা তার পরবর্তী লক্ষ্য বলে ইঙ্গিত দিয়েছেন কাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version