ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি আরব ত্যাগের গুঞ্জন ঘিরে ফুটবল অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক খবরে উঠে এসেছে, তিনি ব্রাজিলিয়ান কোনো ক্লাবে যোগ দিতে পারেন। দলবদলের সম্ভাবনা ও রোনালদোর ভবিষ্যৎ নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে কৌতূহল ও উত্তেজনা। বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৩০ জুন। এখনো পর্যন্ত নতুন কোনো চুক্তির খবর না পাওয়া গেলেও, এর মধ্যে রোনালদোর ক্লাব বদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
স্প্যানিশ পত্রিকা মার্কা দাবি করেছে, ক্লাব বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের একটি ক্লাব রোনালদোর কাছে আকর্ষণীয় প্রস্তাব পাঠিয়েছে। যদিও ঠিক কোন ক্লাব প্রস্তাব দিয়েছে, সেটি প্রকাশ করা হয়নি। ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অংশ নিচ্ছে চারটি দল—ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো, পালমেইরাস এবং বোতাফোগো।
এ প্রসঙ্গে বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়া মন্তব্য করেছেন, ‘বড়দিন তো বছরে একবারই আসে। কিন্তু যদি রোনালদো সত্যিই আসে, তাহলে তাকে না বলার কোনো সুযোগ নেই।’ রোনালদোর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বয়স বাড়লেও সে এখনো গোল করার যন্ত্র। যে কোনো আক্রমণভিত্তিক দলে সে দারুণ পারফর্ম করবে।’
কোনো ক্লাবের সঙ্গে আলোচনা চলছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পাভিয়া বলেন, ‘এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন কেবল আমাদের ক্লাবের মালিক জন টেক্সটর।’
২০২৩ সালের শুরুতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়ে আলোচনায় আসেন রোনালদো। ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল থাকলেও ক্লাবের হয়ে এখনো বড় কোনো ট্রফি জেতাতে পারেননি তিনি। চুক্তির মেয়াদ শেষে কোথায় যাচ্ছেন রোনালদো—এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।