ইশরাক হোসেনের নেতৃত্বে টানা ছয়দিন ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার শতাধিক সমর্থক। দাবি আদায়ের লক্ষ্যে চলমান এ বিক্ষোভ ঢাকার রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। আন্দোলনটি প্রশাসন ও সাধারণ নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তা দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে।
সোমবার বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে রাস্তা অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটান। এতে করে নগর ভবনের কিছু কর্মকর্তা ও কর্মচারী অফিসে পৌঁছাতে না পারায় সেবামূলক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। বিক্ষোভকারীদের দাবি, আদালতের রায়ে ইশরাক হোসেন বৈধ মেয়র হিসেবে ঘোষণা পেলেও তাকে শপথ নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে দ্রুত শপথ অনুষ্ঠানের দাবি জানায়। একইসঙ্গে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন।
এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ‘বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন থাকায় আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত শপথ আয়োজন সম্ভব নয়।’
উল্লেখ্য, চলতি বছরের মার্চে আদালতের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়। তবে বর্তমান মেয়রের মেয়াদ শেষ হবে জুনের শুরুতে, যার ফলে নতুন মেয়রের শপথ নিয়ে আইনগত ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।