মুন্সীগঞ্জে তিনজনকে হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড, পাঁচজন কারাবন্দি

মুন্সীগঞ্জে ঘটে যাওয়া আলোচিত ট্রিপল মার্ডার মামলায় আদালত ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। নৃশংস এ হত্যাকাণ্ডের দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন। বিচারক রায়ের সময় বলেন, এই দণ্ড সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ উদাহরণ হবে। নিহতদের পরিবার সন্তোষ প্রকাশ করলেও, আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


মুন্সীগঞ্জে সালিশ বৈঠকে সংঘটিত তিন হত্যাকাণ্ডের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন এবং দশজনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ মে), ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—সৌরভ প্রধান, রনি বেপারী ও শিহাব প্রধান। যাবজ্জীবন সাজা পেয়েছেন—শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, রায়হান এবং ছোট জাহাঙ্গীর।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বিল্লাল হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত শিহাব, শাকিব ও শামীম আপন ভাই।

[আরোও পড়ুনঃ‘কমপ্লিট শাটডাউন] [ইউটিউবে খবর দেখুন]

ঘটনার পেছনের বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুরে কিশোরদের মধ্যে বিরোধের জেরে রাতে সালিশ ডাক হয়। সেখানে সৌরভ, শিহাব ও শামীমের পক্ষের ছুরিকাঘাতে নিহত হন মো. ইমন হোসেন (২২), মো. সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধান (৪০)।

পরদিন নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১০–১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version