সাংবাদিকদের সমস্যা ও প্রয়োজন নিয়ে আলোচনা করলেন পাজেপ চেয়ারম্যান

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয় পরিদর্শন করেন পাজেপ চেয়ারম্যান। তিনি সাংবাদিকদের পেশাগত ভূমিকার প্রশংসা করে পাশে থাকার আশ্বাস দেন। মতবিনিময়কালে গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা ও উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। সাংবাদিক মহলে এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।


খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সাংবাদিক ইউনিয়নের কার্যালয় পরিদর্শন করেছেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম এই প্রতিষ্ঠানে উপস্থিতি।

জেলার সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর আয়োজিত মতবিনিময় সভায় জিরুনা ত্রিপুরাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস। সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু, খাগড়াছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

জিরুনা ত্রিপুরা তার বক্তব্যে বলেন, “সাংবাদিকেরা জাতির দর্পণ। তারা সমাজের ভুল তুলে ধরেই সমাজকে শুদ্ধির পথে নিতে ভূমিকা রাখে।” তিনি জেলা পরিষদের কর্মকাণ্ড নিয়ে মতামত ও পরামর্শ জানাতে সাংবাদিকদের উৎসাহিত করেন।

পরিদর্শনে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, শহিদুল ইসলাম সুমন, ধনেশ্বর ত্রিপুরা এবং কংজপ্রু মারমা।
সভায় সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। শেষে জিরুনা ত্রিপুরা সাংবাদিক কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version