৭০ ভরি সোনা লুট ,এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যৌথ বাহিনী পরিচয় দিয়ে

“এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৭০ ভরি সোনা লুটের ঘটনায় চাঞ্চল্য। ডাকাতরা যৌথ বাহিনীর ছদ্মবেশে অভিযান চালায়। পুলিশ তদন্তে নামার পর ঘটনার বিস্তারিত তথ্য উঠে আসছে। সোনা লুটের এই ঘটনায় নিরাপত্তা প্রশ্নের মুখে। আরও জানুন কীভাবে এই দুঃসাহসিক অপরাধ সংঘটিত হয়েছে।”


উড়ালসড়কে পুলিশ সদস্যদের জড়িত থাকার অভিযোগে ৭০ ভরি সোনা লুটের রহস্য উদঘাটন

গত বছরের ২৬ সেপ্টেম্বর ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭০ ভরি সোনা লুটের ঘটনায় পুলিশের চার সদস্য জড়িত বলে তদন্তে প্রমাণ মিলেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ইতিমধ্যে তিন পুলিশ সদস্য ও এক মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন সরকার, কনস্টেবল মিজানুর রহমান, আবু বকর এবং মাইক্রোবাস চালক আবদুস সালাম। তদন্তে জানা গেছে, অপরাধীরা যৌথ বাহিনীর সদস্য সেজে সাইফুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে সোনা লুট করে।

ঘটনার শিকার সাইফুল ইসলাম জানান, বিমানবন্দর থেকে উবারে করে যাওয়ার সময় একদল ব্যক্তি কালো মাইক্রোবাসে করে তাদের আটক করে। তারা মাদক রাখার অভিযোগ এনে হুমকি দিয়ে সমস্ত গহনা ও নগদ টাকা লুট করে নেয়। ভয়ের কারণে তিনি প্রথমে মামলা করতে পারেননি, পরে ৯ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা এসআই মো. ইরফান খান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গ্রেপ্তারকৃতদের জবানবন্দির ভিত্তিতে এই রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে। এখনও এক পুলিশ সদস্য (হানিফ) পলাতক রয়েছে, তার ধরার চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version