ভারতের হামলার পালটা জবাবে পাকিস্তান সামরিক অভিযান চালালে সীমান্ত অঞ্চলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। নিরাপত্তাজনিত কারণে ভারত একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়। সামরিক টানাপড়েনে নাগরিক বিমান চলাচলেও বাধা সৃষ্টি হয়েছে। দুই দেশের মধ্যে সংঘর্ষের এই পর্বে নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি নজরে রেখেছে জাতিসংঘসহ বিশ্বশক্তিগুলো, যারা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।
🔻 ‘অপারেশন সিঁদুর’-এর পালটা জবাবে উত্তপ্ত উপমহাদেশ, বন্ধ হচ্ছে বিমান চলাচল
ভারতের সামরিক পদক্ষেপ ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পালটা হামলা চালিয়েছে পাকিস্তান। এর ফলে ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং যুদ্ধাবস্থা ঘনিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট বিমানবন্দরে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
স্পাইসজেটও জানিয়েছে, ধর্মশালা, শ্রীনগর, লেহ এবং অমৃতসরসহ কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। ইন্ডিগো এক বিবৃতিতে বলেছে, তারা শ্রীনগর, জম্মু, চণ্ডীগড়সহ উত্তর ভারতের বিভিন্ন শহরের ফ্লাইট স্থগিত করেছে। একইসাথে, জোধপুর ও বিকানের থেকেও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।
অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে নিরাপত্তার স্বার্থে দিল্লিতে নামিয়ে আনা হয়েছে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
[আরোও পড়ুনঃ ভারতের হামলা] [ইউটিউবে খবর দেখুন]
উল্লেখ্য, কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে। এরপরই ভারত মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
জিও নিউজের দাবি, পাকিস্তানের পালটা আক্রমণে ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। বার্নালা সেক্টরে আকাশসীমা লঙ্ঘনকারী ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।
বর্তমান পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে দেশবাসীকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং উত্তর ভারতমুখী ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।