নজরুলের নাম আজও সমুজ্জ্বল সূর্যের আলোর মত: ২৫ মে, নজরুলজয়ন্তীতে বাংলাদেশের শ্রদ্ধার উৎসব

হাঁটছি বাংলা একাডেমির আঙিনায়, আজকের সূর্যটা যেন একটু বেশি আলো ছড়াচ্ছে। শহরের বাতাসে এক মুগ্ধতার মৃদু সুর মিশেছে—”চল্ চল্ চল্, উর্ধ্ব গগনে বাজে মাদল…”। আজ নজরুলজয়ন্তী। বিদ্রোহের কবির জন্মদিন। কবিতার খুঁটিনাটিতে, সুরের শিল্প-ছবিতে, তবলার তালে তালে—নজরুলের কথা আজও জেগে থাকে। ঠিক ১৩০ বছর আগে, ১৮৯৯ সালের ২৪ মে (বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ মে) জন্মেছিলেন তিনি,…

আরও পড়ুন