চলতি বছরের ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি কর্মজীবীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি। দীর্ঘ এই ছুটির ফলে ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে পারবে সবাই। দেশজুড়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের প্রস্তুতি ও ভ্রমণ পরিকল্পনা। ঈদ সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চের টিকিট কেনার হিড়িকও দেখা যাচ্ছে। ছুটির এই সুযোগে পর্যটন স্পটগুলোতেও বাড়তে পারে ভিড়।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি মিলিয়ে মোট ১০ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ছুটির ধারাবাহিকতা বজায় রাখতে ১৭ ও ২৪ মে (শুক্রবার) সরকারি অফিস খোলা থাকবে বলে জানানো হয় সভায়। এই সিদ্ধান্তের ফলে সরকারি-বেসরকারি কর্মজীবীরা দীর্ঘ সময় পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন।
[আরোও পড়ুনঃ তরুণীর মৃত্যু] [ইউটিউবে খবর দেখুন]]
একই বৈঠকে “সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫”-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টাদের তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় দেশের সামগ্রিক অবস্থা, প্রশাসনিক বিভিন্ন বিষয়সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।
এছাড়া বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক সংক্রান্ত বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তুলে ধরবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।