হাসপাতাল যাওয়ার পথে সড়কে থেমে গেল তিনটি প্রাণ

রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হন। দুর্ঘটনাটি ঘটে আজ ভোরে ব্যস্ত মহাসড়কে। নিহতদের মধ্যে রোগী ছাড়াও ছিলেন গাড়ির চালক ও এক স্বজন। আহত আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত গতি ও ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।


মেহেরপুরের গাংনীতে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় মাইক্রোবাস ও দাঁড়িয়ে থাকা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১২টার দিকে গাংনী-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাংনীর পশ্চিম মালশাদহ গ্রামের জামাল উদ্দিন (৫৫), যিনি মাইক্রোবাসটির চালক ও মালিক; গাঁড়াডোব গ্রামের শাহিনুজ্জামান (৪৫); এবং সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)।
আহতরা হলেন গোলাপি খাতুন, ফজিলা খাতুন এবং আলফাতুন নেছা।

জানা গেছে, শাহিনুজ্জামানের দাদি ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময়, শুকুরকান্দি এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয় মাইক্রোবাসটি।

[আরোও পড়ুনঃ জলবায়ু পরিবর্তন] [ইউটিউবে খবর দেখুন]]

দুর্ঘটনার পর আহতদের কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথে আক্তার বানুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক জামাল উদ্দিন ও শাহিনুজ্জামানও মৃত্যুবরণ করেন।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানিয়েছেন, গাড়িটি রাত ১২টার দিকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *