ইউক্রেন ও রাশিয়ার শান্তি আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের একটি বেসামরিক বাসে ড্রোন হামলা চালায় রাশিয়া। এই হামলায় ৯ জন নিহত হন। হামলাটি বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে এবং শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।
সুমি অঞ্চলে ড্রোন হামলা, নিহত ৯ বেসামরিক নাগরিক
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সুমি অঞ্চলে রাশিয়ার চালানো ড্রোন হামলায় অন্তত ৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন। আজ শনিবার (১৮ মে) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
ঘটনাটি ঘটে এমন সময়, যখন তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ সময় পর শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার কয়েক ঘণ্টা পরই হামলাটি ঘটে।
ইউক্রেনের ন্যাশনাল পুলিশ টেলিগ্রামে এক পোস্টে জানায়, “এটি কেবল একটি হামলা নয়, বরং পরিকল্পিত যুদ্ধাপরাধ।”
[আরোও পড়ুনঃসরকারি চাকরির সুযোগ ] >> [ইউটিউবে খবর দেখুন]
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস বলেছে, সুমি অঞ্চলে ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম জমা হওয়ার জায়গায় এই হামলা চালানো হয়েছে।
স্থানীয় প্রশাসনের প্রধান ইহোর তকাচেঙ্কো জানান, হামলার পর উদ্ধার কাজ চলছে। পুলিশ প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার শিকার বাসটি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
শান্তি আলোচনায় রাশিয়ার পক্ষে অংশ নেন প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি এবং ইউক্রেনের পক্ষে ছিলেন রুস্তেম উমেরভ। আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে কোনো চুক্তি না হলেও উভয় পক্ষ ১,০০০ করে যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে।
[আরোও পড়ুনঃআবার মুখোমুখি বাংলাদেশ ও ভারত ] >> [ইউটিউবে খবর দেখুন]
আলোচনার পর প্রেসিডেন্ট জেলেনস্কি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “ইউক্রেন প্রকৃত শান্তির পথে এগোতে প্রস্তুত। রাশিয়া যদি নিঃশর্ত যুদ্ধবিরতি না মানে, তাহলে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন।”
One thought on “৯ জন নিহত,শান্তি সংলাপের পর ইউক্রেনের বাসে ড্রোন হামলা”