দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। নতুন চুক্তির আওতায় বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হবে শিগগিরই। কর্মসংস্থানের এই সুযোগ হাজারো প্রবাসীর আশার আলো হয়ে এসেছে। বিস্তারিত জানুন নতুন চুক্তি, শর্তাবলী ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এই প্রতিবেদনে।
বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ছয় বছরে দেশটি বাংলাদেশ থেকে প্রায় ১২ লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা করছে। এর মধ্যে প্রায় ৫০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়া হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেও’র সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে নীতিগতভাবে বাংলাদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া, তবে কিছু শর্ত আরোপ করা হয়েছে।
জানা গেছে, নেপাল ও মালদ্বীপসহ আরও পাঁচটি দেশ থেকেও শ্রমিক নিতে আগ্রহী মালয়েশিয়া।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শ্রমিক পাঠানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সিদ্ধান্তটি চূড়ান্ত করতে ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ করার বিষয়ে আলোচনা চলছে।
এর আগে, গত বছর অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এসে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, প্রযুক্তি, শিক্ষা, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়।
[আরোও পড়ুনঃচিলমারীতে বোরো ধান ও চাল ক্রয়] >> [ইউটিউবে খবর দেখুন]
ড. ইউনূসকে “বন্ধু” বলে অভিহিত করে প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, “বাংলাদেশি কর্মীরা আধুনিক দাস নয়। আমরা তাদের সম্মান ও সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।”
দীর্ঘদিন ঝুলে থাকা মালয়েশিয়ার শ্রমবাজার অবশেষে খুলতে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে বড় রকমের প্রভাব ফেলবে। কারণ, মালয়েশিয়ায় গড় বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় অনেক বেশি এবং বৈধভাবে রপ্তানি করা কর্মীদের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহও বাড়বে।
[আরোও পড়ুনঃরাঙামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা] >> [ইউটিউবে খবর দেখুন]
সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং উপসচিব মো. সারওয়ার আলম।