মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, পাকিস্তান চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ায়। চীন-পাকিস্তান সামরিক সহযোগিতার বাস্তব প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যদিও ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি, তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা গভীরভাবে নজর রাখছেন। এতে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
পাকিস্তান ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানে চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করেছে—এমন দাবি করেছেন দুই মার্কিন কর্মকর্তা। তাদের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানি বাহিনী চীনা প্রযুক্তিতে তৈরি জে-১০ যুদ্ধবিমান দিয়ে অন্তত দুটি ভারতীয় সামরিক বিমানকে আকাশে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের অভ্যন্তরে কিছু স্থানে অভিযান চালালে পরদিন পাকিস্তান পাল্টা জবাব দেয়। ওই জবাবি হামলাতেই পাকিস্তান চীনা জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে বলে দাবি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপরই মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
রয়টার্স আরও জানায়, পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকরা এখন এই সংঘাতের দিকে বিশেষভাবে নজর দিচ্ছেন, কারণ এতে চীনা প্রযুক্তির যুদ্ধবিমানের সক্ষমতা সম্পর্কে মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে তাইওয়ান ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্য নিয়ে ভাবছে ওয়াশিংটন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, পাকিস্তান জে-১০ সিরিজের চীনা বিমান ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাঁর দাবি, এতে কমপক্ষে দুটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়। অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, এর অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল জেট।
[আরোও পড়ুনঃনারায়ণগঞ্জের মেয়র] [ইউটিউবে খবর দেখুন]
রয়টার্স জানিয়েছে, ভারতের স্থানীয় প্রশাসনের সূত্র ধরেই তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। চীনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
পাকিস্তান আগেই দাবি করেছিল, তারা মোট পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ছিল রাফায়েল। প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি এক বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে আসছে। পরবর্তীতে ভারত ও পাকিস্তান একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।