পাকিস্তানে আটক ভারতীয় বিএসএফ জওয়ানকে নিরাপদভাবে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত পার হওয়ার পর তাঁকে আটক করে পাকিস্তান সেনাবাহিনী। কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাকে ফেরত আনা হয়। এই ঘটনা দুই দেশের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মানবিক ও কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
১৪ মে, বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান, যিনি ইউনিফর্মে সজ্জিত ও রাইফেলসহ পাকিস্তানে প্রবেশ করেছিলেন, তাকে আজ আটারি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ জানায়, গত ২৩ এপ্রিল থেকে তিনি পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন এবং আজ সকাল ১০টা ৩০ মিনিটে অমৃতসরের জয়েন্ট চেক পোস্টে শান্তিপূর্ণভাবে এবং প্রোটোকল অনুসারে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
প্রতিবেদন অনুসারে, কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর একদিন পর, পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে নিযুক্ত ৪০ বছর বয়সী ওই বিএসএফ সদস্য ‘অসাবধানতাবশত’ সীমান্ত অতিক্রম করেন। ওই হামলার কারণে সীমান্তে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি হয়, যার ফলে তার প্রত্যাবর্তন বিলম্বিত হয়।
[আরোও পড়ুনঃছাত্রদল নেতার খুন] >> [ইউটিউবে খবর দেখুন]
ভারত ও পাকিস্তানের মধ্যে ৩,৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা বিএসএফের দায়িত্বে। টহলরত অবস্থায় ভুলবশত সীমান্ত পার হওয়ার ঘটনা মাঝে মাঝে ঘটেই থাকে। সাধারণত পতাকা বৈঠকের মাধ্যমে এ ধরনের ইস্যু সমাধান করা হয়ে থাকে।