৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ তৃতীয়বারের মতো পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সিদ্ধান্ত নিয়েছে বিশেষ প্রশাসনিক কারণে। তারিখ বারবার পেছানোয় পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। নতুন পরীক্ষার সময়সূচি শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে পিএসসি। বিস্তারিত জানতে সংযুক্ত বিজ্ঞপ্তি পর্যবেক্ষণ করুন।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি আবার পরিবর্তন করা হয়েছে। এটি এই নিয়ে তৃতীয়বারের মতো পেছানো হলো। নতুন তারিখ অনুযায়ী, পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
বুধবার (২১ মে) বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেয়। এতে আরও জানানো হয়, পরীক্ষার বিস্তারিত সময়সূচি, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস এবং প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে পিএসসি ও টেলিটক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পিএসসি জানিয়েছে, প্রয়োজনে এই বিজ্ঞপ্তিতে সংশোধনী আনার অধিকার তাদের সংরক্ষিত রয়েছে। উল্লেখ্য, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাটি আগে ২৭ জুন নির্ধারিত ছিল, যা পরে পরিবর্তন করে ৮ আগস্ট করা হয়। এবার আবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।
২০২৪ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসের মাধ্যমে ক্যাডারে ৩,৪৮৭ জন এবং নন-ক্যাডারে ২০১ জন নিয়োগ পাবেন। ইতিমধ্যে প্রায় সাড়ে তিন লাখ চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।
বর্তমানে ৪৪তম থেকে ৪৭তম পর্যন্ত বিসিএস পরীক্ষাগুলোর কার্যক্রম চলছে এবং সেগুলোর প্রক্রিয়াও অনেক সময় ধরে ঝুলে আছে। এর বেশিরভাগ শুরু হয়েছিল আগের সরকার আমলে। ৪৭তম বিসিএস হচ্ছে সবচেয়ে সাম্প্রতিক।