৪৪তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২০ মে থেকে। পিএসসির ঘোষণায় পরীক্ষার্থীদের প্রস্তুতির নতুন অধ্যায় শুরু হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এবার যাচ্ছেন মৌখিক ধাপে, যেখানে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। ভাইভার সময়সূচি ও নির্দেশিকা শিগগিরই পিএসসি’র ওয়েবসাইটে প্রকাশিত হবে। পরীক্ষার্থীদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রস্তুতি ও আত্মবিশ্বাস—এই দুই-ই এখন সাফল্যের চাবিকাঠি।
[আরোও পড়ুনঃ নেত্রীর জন্য অপেক্ষা] [ইউটিউবে খবর দেখুন]]
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২০ মে থেকে এবং চলবে ২৪ জুন পর্যন্ত।