ভিপি নুর তার পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় প্রশাসনিক কর্মকাণ্ডে বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় উন্নয়ন প্রকল্পে ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। এ ঘটনায় নুরের রাজনৈতিক অবস্থান ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন অনেকে।
পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে। এ বিষয়ে ডিএনসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মে নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করেন। প্রকৌশলী আইনি প্রক্রিয়ার বাইরে কিছু না করার অবস্থান জানালে, নূর তার ওপর চাপ প্রয়োগ করেন এবং কর্পোরেট ভবনে তালা লাগানোর হুমকি দেন।

এর ধারাবাহিকতায় ২১ মে বিকেলে গুলশান-২ এ ডিএনসিসি নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের ব্যানারে নূরুল হকের নেতৃত্বে বিক্ষোভ করা হয়। এ সময় ডিএনসিসি প্রশাসনের বিরুদ্ধে স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, যা প্রতিষ্ঠানটির কার্যক্রমে বিঘ্ন ঘটায়।
প্রসঙ্গত, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা দাবি করে, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত। এর প্রতিবাদে দলটি প্রশাসককে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।