‘ট্রেনের ধাক্কায়’ পুলিশ সদস্যের মৃত্যু উত্তরায়

“উত্তরায় ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেলপথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ও রেল কর্তৃপক্ষের তদন্ত চলছে। আরও বিস্তারিত জানুন এই ট্রাজেডির পূর্ণ বিবরণে।”


উত্তরায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু: পরিবারের সন্দেহ, রেলওয়ে পুলিশের বক্তব্য

রাজধানীর উত্তরায় এক পুলিশ সদস্যের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। রেলওয়ে পুলিশের দাবি, ট্রেনের ধাক্কায় তিনি নিহত হলেও পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় সন্দেহ প্রকাশ করা হয়েছে।

মৃত পুলিশ সদস্য কে এম মনসুর আলী (৪০) দক্ষিণখান থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি আহত হন বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে। তাঁকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে পরিবারের সদস্যরা এ ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন। মনসুরের চাচাতো ভাই সাকিবুল ইসলাম জানান, কাজ শেষে বাড়ি ফেরার সময় কেউ তাকে ফোন করেছিল বলে তাদের ধারণা। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে তার মোটরসাইকেল পাওয়া গেছে। সাকিবুল দাবি করেন, মাথায় আঘাতের চিহ্ন থেকে মনে হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হতে পারে।

মনসুর পল্লবী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর বাড়ি পাবনার আমিনপুরে। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *