রাজধানীর ব্যস্ত এলাকা কারওয়ান বাজারে একটি ট্রেনের ধাক্কায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তি ট্রেন লাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। এই দুর্ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে এবং পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় লোকমান প্রধানিয়া (৬৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে মাছবাজারের পাশের রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লোকমান বাড্ডা এলাকার একটি বেকারিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ট্রেনের ধাক্কায় লোকমান গুরুতর জখম হন। তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আবদুল্লাহ নোমান নামের এক পথচারী। তাঁর ভাষায়, কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় লোকমান ছিটকে পড়ে যান, পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
[আরোও পড়ুনঃ রিশাদ–নাহিদের নিরাপত্তা] [ইউটিউবে খবর দেখুন]
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
লোকমানের শ্যালক তারেক পাটোয়ারি জানিয়েছেন, লোকমান মগবাজারে একটি কাজে এসেছিলেন। পরে খবর পান তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। হাসপাতালে গিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হন।