চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। প্রতিযোগিতা, প্রদর্শনী ও কর্মশালার মধ্য দিয়ে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি দক্ষতা তুলে ধরা হবে এই আয়োজনে। চুয়েট কর্তৃপক্ষ বলছে, দেশের প্রযুক্তিখাতে উদ্ভাবনকে উৎসাহিত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য।
চুয়েটে শুরু হচ্ছে প্রথম জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব। এটি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশল বিভাগ আয়োজিত প্রথমবারের আয়োজন। সহযোগিতায় রয়েছে প্রথম আলো।
উৎসবের সূচনা হবে সকাল সাড়ে আটটায় কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূইয়া। প্রথম দিনের কর্মসূচিতে বেলা ১১টায় একটি কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে রুয়েট, ট্রান্সকম, ইলেকটিক লিমিটেড এবং বিএসআরএম-এর বিশেষজ্ঞরা অংশ নেবেন। একই দিনে বিকেলে হবে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা।
দ্বিতীয় দিন শুক্রবার আয়োজন থাকবে আরও জমজমাট। শিক্ষার্থীরা অংশ নেবেন লাইন ফলোয়িং রোবট, রোবো ফুটবল এবং সফটওয়্যার-হার্ডওয়্যার ভিত্তিক সমস্যা সমাধান প্রতিযোগিতায়।
[আরোও পড়ুনঃ আবেদনের শেষ সময় আগামীকাল] [ইউটিউবে খবর দেখুন]]
শেষ দিন শনিবার থাকবে প্রজেক্ট প্রদর্শনী, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা ও দাবা খেলা। দিনটির সমাপ্তি ঘটবে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।
আয়োজকদের মতে, বুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৪১টি বিশ্ববিদ্যালয় থেকে ৭০০-এর বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নিচ্ছেন। বিভাগের প্রধান ড. প্রসঞ্জীত দাশ জানিয়েছেন, এই আয়োজনের লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর চিন্তায় উৎসাহিত করা এবং তাদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেওয়া।