একটি বিল থেকে এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ বলছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, তবে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরির ভিত্তিতে লাশ শনাক্তের চেষ্টা চলছে। রহস্যঘন এই মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে এবং এলাকাবাসীর দৃষ্টি এখন তদন্তের দিকে।
নড়াইলের কাউলিডাঙ্গা বিলে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়া উপজেলার কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার (২৪) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বাসিন্দাদের সূত্রে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত সালমান লোহাগড়ার শামুকখোলা গ্রামের বাসিন্দা খাজা খন্দকারের ছেলে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সালমান বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করেন। পরে বাড়ি ফিরে কিছুক্ষণ থাকার পর আবার বের হয়ে গেলে রাতেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের সদস্যরা তার ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে কাউলিডাঙ্গা বিলে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। ঘটনাস্থলে গিয়ে সালমানের পরিবার তার মরদেহ শনাক্ত করে।
[আরোও পড়ুনঃরাঙামাটির হাটে মৌসুমি উৎসব] [ইউটিউবে খবর দেখুন]
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে।