ভোলার মনপুরায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে “জলবায়ু পরিবর্তনের প্রভাব” শীর্ষক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় অঞ্চলে জলবায়ুর পরিবর্তন কীভাবে মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করছে, তা তুলে ধরা হয় আলোচনায়। স্থানীয় জনগণ, পরিবেশবিদ ও শুভসংঘের স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন। সভায় জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোকপাত করা হয়।
ভোলা জেলার মনপুরা উপজেলার হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার (৬ মে) জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটি করেছে বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখা।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ক একটি তথ্যপূর্ণ লিফলেট বিতরণ করা হয়, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রতিকারমূলক করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। বক্তারা উপকূলীয় অঞ্চলের জন্য জলবায়ু পরিবর্তন কতটা হুমকির, সে বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা দুর্যোগের আগাম প্রস্তুতি, পানি সংরক্ষণ, বাঁধ নির্মাণ, গাছ লাগানো, পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহার এবং প্লাস্টিক বর্জন ইত্যাদি বিষয়ের গুরুত্ব তুলে ধরেন।
সভায় সভাপতির দায়িত্ব পালন করেন শুভসংঘের উপজেলা সভাপতি মো. ফজলে রাব্বী। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের সচেতন হতে হবে এবং নিজেদের অভ্যাসে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”
সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব বলেন, “এই সভার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সমস্যাই নয়, পরিবেশ রক্ষায় নিজেদের ভূমিকা সম্পর্কেও ধারণা পেয়েছে।”
[আরোও পড়ুনঃ ঈদুল আজহা] [ইউটিউবে খবর দেখুন]]
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. সামি, সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা, দপ্তর সম্পাদক মিতু রানী দাস, নারী বিষয়ক সম্পাদক তানজিলা রহমান, ইভেন্ট সম্পাদক হাবিবা আক্তার জুঁই, প্রচার সম্পাদক নাসরিন বেগম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাজমিন, ক্রীড়া সম্পাদক মো. জাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আহাদ, আপ্যায়ন সম্পাদক জাফরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সিয়ামসহ অন্যান্য সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ দেশের নানা প্রান্তে পরিবেশ ও সমাজ উন্নয়নের লক্ষ্যে নানান কার্যক্রম পরিচালনা করে আসছে, যার অংশ হিসেবেই এই আয়োজনটি সম্পন্ন হয়।