দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামে প্রথমবারের মতো উপস্থিত প্রধান উপদেষ্টা

দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামে প্রথম সফরে এলেন প্রধান উপদেষ্টা। সরকারি কর্মসূচি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক নিয়ে সাজানো তার এ গুরুত্বপূর্ণ সফর চট্টগ্রামবাসীর নজর কাড়ছে।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. আল আমিন হোসেন।

[আরোও পড়ুনঃথানা পর্যায়ে আইনশৃঙ্খলা বৈঠক] >> [ইউটিউবে খবর দেখুন]

চট্টগ্রামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সকাল ৯টা ৩০ মিনিটে তিনি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইয়ার্ড–৫ পরিদর্শন করবেন। এরপর সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর ওপর নির্মিতব্য কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন তিনি।

দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন অধ্যাপক ইউনূস। সেখান থেকে তিনি যাবেন হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নিজ গ্রাম বাথুয়া পরিদর্শনে। সন্ধ্যা ৬টার দিকে তিনি শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।

চট্টগ্রাম সফরে নগরের জলাবদ্ধতা এবং অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতি নিয়ে তাকে ব্রিফ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া, তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির মালিকানা সংক্রান্ত দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।

[আরোও পড়ুনঃঝুলন্ত অবস্থায় মিলল ঠিকাদারের লাশ] >> [ইউটিউবে খবর দেখুন]

প্রসঙ্গত, অধ্যাপক ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৭২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *