ভোলায় ১০ লাখ টাকার বাগদা রেণু উদ্ধার, জড়িত চক্র শনাক্ত

ভোলায় অভিযান চালিয়ে প্রশাসন জব্দ করেছে ১০ লাখ টাকার বাগদা রেণু। অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল রেণুগুলো। মৎস্য সম্পদ রক্ষায় নেওয়া এই পদক্ষেপ স্থানীয় প্রশাসনের সফল উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


ভোলার লালমোহন উপজেলায় পাচারকালে বিপুল পরিমাণ বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার তেতুঁলিয়া নদীর পাশের নাজিরপুর ঘাটে অভিযান চালিয়ে পাচজনকে আটক করা হয়।

অভিযানের সময় ১০টি প্লাস্টিক ব্যারেলে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের বাগদা চিংড়ির পোনা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন: মোঃ রিয়াজ, মোঃ কবির, মোঃ কামরুল, মোঃ ভুট্টু ও মোঃ পারভেজ। এঁরা সবাই তজুমদ্দিন উপজেলার চাচড়া ও হাসান নগর গ্রামের বাসিন্দা।

[আরোও পড়ুনঃচট্টগ্রাম বন্দরে নিয়োগের সুযোগ] >> [ইউটিউবে খবর দেখুন]

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, জব্দ করা বাগদা চিংড়ির পোনা তেতুঁলিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, চিংড়ির পোনা আহরণ ও পাচার মৎস্য আইনে শাস্তিযোগ্য অপরাধ, এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


One thought on “ভোলায় ১০ লাখ টাকার বাগদা রেণু উদ্ধার, জড়িত চক্র শনাক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *