রমনা বটমূলে হামলা: দুই আসামির যাবজ্জীবন, নয়জন পেলেন ১০ বছর

রমনা বটমূলে ২০০১ সালের বোমা হামলা মামলায় আদালত রায় ঘোষণা করেছে। দুইজনকে যাবজ্জীবন এবং নয়জনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর আলোচিত মামলার এই রায়ে স্বজনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিস্তারিত জানতে পড়ুন আমাদের প্রতিবেদন।


বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলায় উচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মামলার বাকি ৯ জন আসামির পূর্বের সাজা হ্রাস করে প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

[আরোও পড়ুনঃবিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের] >> [ইউটিউবে খবর দেখুন]

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন ঢাকার রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলে ৯ জন এবং পরে হাসপাতালে আরও একজন প্রাণ হারান।

ওই দিনই নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

[আরোও পড়ুনঃপানির ময়লা ও দুর্গন্ধ থেকে হতে পারে মারাত্মক রোগ] >> [ইউটিউবে খবর দেখুন]

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালত হত্যা মামলার রায় ঘোষণা করে। এরপর নিয়ম অনুযায়ী মামলাটি ডেথ রেফারেন্স, জেল আপিল এবং ফৌজদারি আপিলসহ উচ্চ আদালতে যায় এবং দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট এই রায় প্রদান করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *