ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা শাহে আলম মুরাদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ৬ এপ্রিলের ঝটিকা মিছিলের নেতৃত্ব, ছয়টি ফৌজদারি মামলা এবং ভাইরাল হওয়া ভিডিও নিয়ে চলছে তদন্ত। শেখ হাসিনার সরকারের পতনের পর পলাতক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। এই ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার, ঝটিকা মিছিলের নেতৃত্বের অভিযোগ
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া।
বিজ্ঞাপন বিহীন সংবাদ পড়তে আমাদের ফেসবুক পেজ ফলো দিন, একদেশ নিউজ খবর পেতে গুগল নিউজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন
আরেক যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, চলতি মাসের ৬ তারিখ সকালে ঢাকায় একটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন শাহে আলম। তাঁর বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে ৬ এপ্রিল সকাল ৭টার দিকে, যখন আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে একটি আকস্মিক মিছিল বের করেন। তাঁদের দাবি ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া দলীয় নেতাদের মুক্তি। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেই ঘটনার ভিডিও পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা গা-ঢাকা দিয়েছেন। দেশ-বিদেশে অবস্থানরত এইসব নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।