এখন পর্যন্ত বিচার খাতে কী পরিবর্তন এনেছে সরকার? প্রশ্ন তুলেছেন হাসনা

সাম্প্রতিক এক মন্তব্যে হাসনাত সরকারকে প্রশ্ন করে জানতে চেয়েছেন, বিচার ও আইনি সংস্কারের ক্ষেত্রে তারা কী কী বাস্তব পদক্ষেপ নিয়েছে। তিনি মনে করেন, জনগণের স্বার্থে এই খাতে গঠনমূলক পরিবর্তন জরুরি। বিচার ব্যবস্থা ও ন্যায়বিচারের মান উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগগুলো কতটা কার্যকর হয়েছে, তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক ও বিশ্লেষণ।


বৃহস্পতিবার (৮ মে) সকালে একটি ভেরিফায়েড ফেসবুক পোস্টে বর্তমান ইন্টারিম সরকারের কার্যক্রম নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান হাসনাত আবদুল্লাহ।

সেই পোস্টে তিনি জিজ্ঞেস করেন, “এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত কোন কোন বিচার বা সংস্কার করেছে?”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও লেখেন, “খুনিদের দেশত্যাগের সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন পায়, শিরীন শারমিনকে পাসপোর্ট সরবরাহ করা হয় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু মে মাস চলে এলেও এখনও শুরু হয়নি। তারপরও বলা হয়, আওয়ামী লীগের বিচার হবে?”

[আরোও পড়ুনঃসহযোগিতার প্রস্তাবও] [ইউটিউবে খবর দেখুন]

এর আগে জানা যায়, ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর প্রায় নয় মাস পর হঠাৎ দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্র জানায়, ৭ মে দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

এসবি ইমিগ্রেশন শাখা নিশ্চিত করেছে, তার সঙ্গে ছিলেন ছেলে ও শ্যালক। এই আকস্মিক দেশত্যাগ, বিচারব্যবস্থার অচলাবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়মুক্ত ভূমিকা নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *