পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭ বছরের এক শিশুও রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলাকে “কাপুরুষোচিত” আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন । ভারত দাবি করছে, তারা কেবল “সন্ত্রাসী ঘাঁটি” লক্ষ্য করে হামলা চালিয়েছে, কিন্তু পাকিস্তান এটিকে বেসামরিক স্থাপনায় আক্রমণ বলে অভিযুক্ত করেছে । উত্তেজনার মধ্যে পাকিস্তান ৫টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছে, যদিও ভারত এ বিষয়ে নিশ্চিত করেনি । জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশিরভাগ দেশ দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে
ভারতের হামলায় নিহত ৩১, পাল্টা প্রতিক্রিয়ায় নেমেছে পাকিস্তান
ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান ও আজাদ কাশ্মীর অঞ্চলে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এই ঘটনার জেরে দেশটির সামরিক বাহিনীকে পাল্টা পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় আগ্রাসনের ‘উপযুক্ত জবাব’ ইতোমধ্যে দেওয়া হয়েছে।
[আরোও পড়ুনঃলাহোরে শোনা গেল বিস্ফোরণের আওয়াজ] [ইউটিউবে খবর দেখুন]
সম্পর্কিত এই পরিস্থিতির আরও বিস্তারিত বিবরণ বিবিসি বাংলার লাইভ আপডেট পেজে দেওয়া হয়েছে।