বাংলাদেশি সংগীতশিল্পী নোবেলকে অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগপত্রে এক তরুণীকে ফুঁসলিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। নোবেলের বিরুদ্ধে আনা এই অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
ডেমরা থানার পুলিশ কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে অপহরণ ও ধর্ষণের মামলায় গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে অভিযান চালিয়ে তাঁকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
ওসি মাহমুদুল জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া এক ফোনকলের ভিত্তিতে ডেমরার সারুলিয়ার আমতলা এলাকায় অভিযান চালিয়ে এক নারীকে উদ্ধার করা হয়। পরে ভিকটিম রাতেই থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ রাতেই অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, মাঈনুল আহসান নোবেল জি বাংলা চ্যানেলের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘সারেগামাপা’র মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। তবে সাফল্যের পাশাপাশি তিনি ব্যক্তিগত নানা বিতর্ক ও আইনি ঝামেলার মধ্যেও পড়ে গেছেন একাধিকবার।