আইপিএলে করোনার হানা, বিদেশি ক্রিকেটার আইসোলেশনে

আইপিএলে ফের দেখা দিলো করোনার ছায়া, এক বিদেশি ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এতে পুরো দল ও টুর্নামেন্ট নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠছে। বিস্তারিত জানুন এই সংক্রমণের প্রভাব ও সম্ভাব্য পরিণতি নিয়ে।


হায়দরাবাদ দলের কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছেন, হেড বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় তিনি পরবর্তী ম্যাচে অংশ নিতে পারছেন না। ভেট্টোরি আশা প্রকাশ করে বলেন, “পরের ম্যাচে হয়তো তাকে পাওয়া যেতে পারে, তবে আগে দেখতে হবে সে পুরোপুরি সুস্থ হয়েছে কি না এবং মাঠে নামার মতো শারীরিকভাবে প্রস্তুত কি না।”

গত আসরের ফাইনালিস্ট হায়দরাবাদ দল এবার প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে আগেভাগেই। ফলে লখনউয়ের বিপক্ষে তাদের ম্যাচটি মূলত মান রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থদের জন্য এটি বাঁচা-মরার ম্যাচ। প্লে-অফে জায়গা করে নিতে হলে তাদের বাকি সব ম্যাচ জিততেই হবে, তবুও ১৬ পয়েন্ট অর্জনের পরও শেষ চারে ওঠা নিশ্চিত নয়। কারণ বাকি দলগুলোর পারফরম্যান্সের ওপর নির্ভর করছে ভাগ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *